ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে ফ্রান্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে বিরোধীয় অঞ্চলে তেল ও গ্যাসের খনিকে কেন্দ্র করে তুরস্ক-গ্রিসের উত্তেজনার মধ্যেই ফ্রান্স ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নৌবাহিনীর একটি রণতরী ‘লাফায়েট’ ও দুটি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলকে উদ্ধেগজন হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া তুরস্ককে তার ‘একতরফা’ প্রত্যাশা বন্ধ ও প্রতিবেশী ন্যাটো সদস্যদের মধ্যে ‘শান্তিপূর্ণ সংলাপের অনুমতি দেওয়ার’ আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি সামরিক বাহিনী গ্রিক সেনাদের সঙ্গে দক্ষিণের দ্বীপ ক্রেট থেকে প্রশিক্ষণ মহড়া চালিয়েছে।