ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০১:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতেয় প্রদেশ। গতকাল ওই অঞ্চলে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে ধীরগতির উদ্ধার অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এত বড় দুর্যোগ সামাল দেয়ার মতো প্রস্তুতি নেয়া অসম্ভব। তবুও সবাইকে উদ্ধার করা হবে। শুধুমাত্র হাতেয় প্রদেশেই মৃত্যু হয়েছে ৩ হাজার ৩’শ মানুষের। এ অঞ্চলের বেশিরভাগ ভবন ধসে পড়েছে। ধুলোয় মিশে গেছে এলাকার পর এলাকা। আনুষ্ঠানিকভাবে ১৫ হাজার মৃত্যুর কথা বলা হলেও, এ সংখ্যা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো হাজার হাজার মানুষ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে ।