ভূয়া ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সারাদেশে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভূয়া ও হয়রানিমূলক মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতা-কর্মীকে ফরমায়েশি সাজা দেয়ার প্রতিবাদে মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি করেছে বিএনপি। এই কর্মসূচিতে নতুন করে যোগ হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল করার বিষয়টি। নেতারা বলেন, জিয়াউর রহমানকে মুছে ফেলতে কোন ষড়যন্ত্রই কাজ করবে না। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
সমাবেশের উদ্দেশ্য ছিলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাজা দেয়ার প্রতিবাদ। কিন্তু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা।
দুপুরে সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি। অংশ নিয়ে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কখনো মুছে ফেলা যাবে না।
বিএনপি‘র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ রনাঙ্গনের যোদ্ধা। বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন সরোয়ার।
দুপুরে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে অংশ নেন জেলা ও মহানগরের নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা অভিযোগ জানান, গণতন্ত্রের পথ রুদ্ধ করতেই পরিকল্পিতভাবে মামলা দিয়ে বিএনপির কন্ঠ রোধের পাঁয়তারা চলছে।
জিয়াউর রহমানের খেতাব তুলে নেয়ার সিদ্ধান্ত ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে নোয়াখালীর বিক্ষোভ সমাবেশ হয়েছে পুলিশী বাধায়। জেলা প্রেসক্লাব চত্ত্বরের সমাবেশে খন্ডখন্ড মিছিল নিয়ে আসে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা, জিয়াউর রহমানের খেতাব তুলে নেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
পুলিশী বাধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীরা। শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির নেতা কর্মীরা সমবেত হলে তাতে পুলিশ এসে ছত্রবঙ্গ করে দেয়। পরে নেতা কর্মীরা আবার শান্তিকুঞ্জ মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।