ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে। দেশে ই-কমার্স ব্যবস্থায় ভোক্তা প্রতারণা বন্ধে দ্রুত কার্যকর উপায় বের করতে প্রতিযোগিতা কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। কমিশনের দুই হাজার বিশ-একুশ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করার সময় এ আহবান জানান তিনি। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন পরে সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক লোকের কারণে এ খাতটি যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এ খাতে প্রতারণাসহ ভোক্তার জন্য ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে, সেগুলো কঠোরভাবে দমনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।