ভোগান্তি ছাড়া দ্বিতীয় দিনে ঢাকায় পশু কোরবানি
- আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
একদিকে বৃষ্টি, অন্যদিকে কসাই সংকট। এই দুই নিয়ে রাজধানীতে ঈদুল আজহার প্রথম দিনে পশু কোরবানী দেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম দিন যারা কুরবানী দিতে পারেননি তার আজ কোরবানি দিয়েছেন। বৃষ্টি না থাকায় এবং কসাই পেতেও আজ কোন ভোগান্তি হয়নি। নির্বিঘ্নে কাজ সারতে পেরে আনন্দিত কুরবানীদাতারা।
কসাই সংকট আর বৃষ্টিতে ঈদুল আজহার প্রথমদিনে কুরবানি দিতে চাইলেও সে আশা পুরণ হয়নি অনেকেরই।
রাজধানীর বকশিবাজার, চকবাজার, সুত্রাপুর, বংশাল, সিদ্দিকবাজার সহ পুরাণ ঢাকার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছেন অনেকেই। অনেকে আজ কোরবানী দিয়েছেন পুরোনো পারিবারিক রেওয়াজ মেনে।
দ্বিতীয় দিনে সংকট না থাকলেও দক্ষ কসাইয়ের চাহিদা ছিলো আগের দিনের মতোই।
দ্বিতীয় দিনেও বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করছেন কেউ কেউ। কুরবানি দাতাদের প্রতি রয়েছে বিস্তর অভিযোগ।
ইসলামী শরিয়া অনুযায়ী ঈদের তৃতীয় দিন সূর্যাস্ত পর্যন্ত দেয়া যাবে পশু কুরবানি।