ভোট কারচুপির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র তিন বছরের কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নির্বাচনে ভোট কারচুপির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সু চি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।
রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেন এই নোবেল জয়ী। তাঁকে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে দেশটির রাজধানী একটি নির্জন কারাগারে বন্দি আছেন তিনি। অন্যান্য কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এরই মধ্যে তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিতিশীল পরিস্থিতি মুখোমুখি হয়েছে মিয়ানমার।