চট্টগ্রাম থেকেই সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা
- আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চসিক নির্বাচনে জনগনের ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চট্টগ্রাম থেকেই সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সকালে নগরীর মুরাদপুর এলাকায় বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেনি। তিনি আরো বলেন, বর্তমান সরকার আর এই নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জনগণের কাছে এটা প্রমান করতেই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে বিএনপি। কিন্তু চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জনগণও ঐক্যবদ্ধ হয়েছে। তাই এখানে কারচুপির চেষ্টা করলে জনগণই সরকার ও নির্বাচন কমিশনকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।