ভোট ডাকাতি জনগণের সাথে চরম প্রতারণা: আবদুল কাদের মির্জা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জনগণের ওপর জুলুম ও অন্যায়-অনিয়ম-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ না করে, ভোট জালিয়াতি, ভোট ডাকাতি জনগণের সাথে চরম প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।
সকালে নোয়াখালীর বসুরহাট বাজারে নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই- আবদুল কাদের মির্জা অভিযোগ করেন, নোয়াখালী ও ফেনীর এমপি একরাম-নিজামরা এক কোটি টাকা বরাদ্দ করেছেন তাকে হারানোর জন্য। এই অর্থ উন্নয়নের নামে জনগণের কাছ থেকে লুটপাট করা বলেও অভিযোগ করেন তিনি। তাই ভোটারদের বিবেক দিয়ে স্বাধীনভাবে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা- ফারুক খান ও মাহবুব-উল আলম হানিফ এবং যুবলীগ নেতা ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরীর কড়া সমালোচনা করে তিনি বলেন, এদের কাছ থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।