ভোট ডাকাতি হয়েছে বলেই ইভিএমের প্রিন্টেড কপি দিতে কমিশনের অস্বীকৃতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে বলেই কমিশন ইভিএমের প্রিন্টেড কপি দিতে অস্বীকৃতি জানিয়েছে, অভিযোগ করেছেন বিএনপির পরাজিত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিনের প্রতি ঘন্টার ভোটগ্রহণের আনুপাতিক হার আর ফলাফলের ইভিএম মেশিনের প্রিন্টেড কপি সংগ্রহ করতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। এসময় তিনি আরো বলেন, ফলাফলের কপি পেতে আগেই আবেদন করেছিলেন। ১০ দিন পর রিটার্নিং কর্মকর্তা ইভিএমের প্রিন্টেড কপি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে আবারও প্রমাণিত হলো সিটি নির্বাচনে প্রশাসন আর নির্বাচন কমিশনের সহায়তায় ভোট ডাকাতি ও ফলাফল পাল্টে দেয়া হয়েছে। এসময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন তিনি।