ভোটচোরদের মুখে স্বচ্ছ নির্বাচনের কথা মানায় না: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ভোট চুরির মাধ্যমে যাদের উত্থান, তাদের মুখেই নির্বাচন নিয়ে স্বচ্ছতার কথা বেমানান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে। বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশ ও জনগণের উন্নয়ন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রথমবারেই ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে গণবভনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে লিখিত বক্তব্যে তুলে ধলেন সফরের খুঁটিনাটি। প্রশ্নোত্তরে ব্রিকসের সদস্য পদ না পাওয়ার ব্যাখ্যা দেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে কোন চাপ নেই। জনগনই ঠিক করবে কারা ক্ষমতায় আসবে।
বিএনপির দূর্নীতি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশ ও জনগনের উন্নয়ন কাজ করে আওয়ামী লীগ। নোবেলজয়ী ড. ইউনূসের পক্ষে আন্তর্জাতিক মহলের বিবৃতির সমালোচনা করেন তিনি। শ্রম আদালতে ড. ইউনূসের মামলা আইন অনুযায়ী চলবে বলেও জানান শেখ হাসিনা।