ভোটে জিতবে না জেনেই, ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর বিএনপি : কাদের
- আপডেট সময় : ০৭:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবে না নিশ্চিত হয়ে, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা উসকানি দিয়ে ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে চায় বলে অভিযোগ করেন তিনি। এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতা সামনে এনে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি অভিযোগ করেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।
টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, ৫৬তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা নজিরজিহীন।
তিনি অভিযোগ করেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাকরাসহ দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপি। এখন খালেদা জিয়ার অসুস্থ্যতাকে সামনে এনে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তারা।