ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে : মেয়র আইভী
- আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার।
দুপুরে জেলা নির্বাচন অফিসে নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এসময় তৈমুর আলম খন্দকার বলেন, এই নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া বিএনপি’র কৌশল। ডা. আইভী জানান, জনগণ ভোটের মাধ্যমে ঠিক করবে তাদের প্রতিনিধি। ইভিএম পদ্ধতি নির্বাচনে কোন বাঁধা নয়। আওয়ামী লীগ একটি বড় দল। সেখানে ভিন্ন মতের কিছু লোক থাকতে পারে। এতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, তৈমুর আলম খন্দকার ও আইভী মেয়র পদে, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে, যাচাই-বাছাই করা হবে।