ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো ৩টি ট্রাকে ৪৬ মেট্রিকটন পেয়াঁজ আমদানী হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো ৩টি ট্রাকে ৪৬ মেট্রিকটন পেয়াঁজ আমদানী হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩ টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। যার বেশীরভাগই পঁচে গেছে।
ভারতীয় নিষেধাজ্ঞায় গত ১০ থেকে ১২ দিন ধরে ট্রাকে বস্তাবন্দী অবস্থায় পেঁয়াজগুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুন ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের
কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪৩টি পেঁয়াজের ট্রাক ইতিমধ্যে গত ৪ দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে।