ভোমরা স্থলবন্দর দিয়ে ২৫টি ট্রাকে ২৫০ মে. টন পেঁয়াজ বাংলাদেশে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজও ভারতীয় ২৫টি ট্রাকে ২৫০ মে. টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।
ভোমরা কাস্টমস সূত্রে জানা গেছে, ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দরে ২৫ ট্রাকে ২৫০ টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের করেছে। প্রতি ট্রাকে ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিকাল নাগাদ ২৫টি ভারতীয় ট্রাকে ২৫০ মে.টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। ভোমরা সিএ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, এই ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজ বাজারের দামের উর্দ্ধমূখীতা হ্রাস পাবে।