ভোর থেকে চলছে ট্রাক-কাভার্ডভ্যানের অনির্দিষ্টকালের ধর্মঘট
- আপডেট সময় : ১২:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল ৬টা থেকে চলছে পণ্য পরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এদিকে, একই দাবিতে অনেক জেলায় বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে দূর পাল্লার সাধারণ যাত্রীরা।
নেত্রকোনায় অনেকেই অন্যান্য যানবাহন দিয়ে চলাচল করছে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভীড় জমাচ্ছে স্টেশনগুলোতে। সড়ক পরিবহন আইন সংশোধন না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানায় চালকরা।
অনির্দিষ্টকালের এ ধর্মঘটে ময়মনসিংহ থেকে দূরপাল্লার সবধরণের বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকেই নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড এবং মাসকান্দা আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ভারী যানবাহন ছেড়ে যায়নি।
ঝিনাইদহে তৃতীয় দিনের মত চলছে পরিবহণ ধর্মঘট।
নড়াইল-ঢাকা, নড়াইল-খুলনা, নড়াইল-যশোরসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়ছে। তবে বিভিন্ন সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেল, নছিমন, করিমন, থ্রি-হুইলার চলাচল করলেও ভাড়া নিচ্ছে দ্বিগুনেরও বেশি।