ভোলার শাহবাজপুর থেকে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট
- আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৭০৭ বার পড়া হয়েছে
ভোলার শাহবাজপুর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ইলিশা-১ ও ভোলা নর্থ-২ কূপ দুটি’র খনন কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। সংকটের চিন্তা থেকে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে বলেও জানান তিনি।
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ খনন কাজ শুরু হয় গত ১৯ আগষ্ট । গত ২৯ সেপ্টেম্বর ভূপৃষ্ঠের ৩ হাজার ৫২৪ মিটার গভীরে গ্যাসের সন্ধান পায় বাপেক্স । এরপর কূপটি থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা নিশ্চিত হয় বাপেক্সের কারিগরি কমিটি। কূপটিতে ২৩৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে চলমান জ্বালানি ঘাটতি ও গ্যাস সংকটের মধ্যে আশার বাণি শুনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার ।
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট উত্তোলন সম্ভব বলে জানান নসরুল হামিদ।
তিনি জানান, আগামী জুন নাগাদ পর্যায়ক্রমে ইলিশা-১ ও ভোলা নর্থ-২ কূপ দু’টি থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে
আগামী তিন মাস লোডশেডিং কমে আসবে। আগের চেয়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ভালো হবে বলও জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।