ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩৪ জেলে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভোলার মেঘনায় ও তেঁতুলিয়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলা সদর এবং চরফ্যাশনে পৃথক অভিযানে ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
এরমধ্যে ভোলা সদরে ২৯ জন এবং চরফ্যাসনে ৫ জন রয়েছে। এর মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিবানা ও ১৬ জনকে ২০দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। সকালে মৎস্যবিভাগের ২ টিম মেঘনা এবং তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করে।
এ সময় জব্দ করা হয়েছে ২০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল। এ নিয়ে গত ৫ দিনে জেলায় সর্বমোট চরফ্যাশন ৯৫ জনকে আটক করা হলো।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পৃথক দুটি টিম মেঘনায় ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।