ভ্যাকসিন নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছেঃ তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চুক্তি অনুযায়ী যথাসময়ে বাংলাদেশ ভারত থেকে করোনা ভ্যাকসিন পাবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদের একাধিক সদস্য। আর এ বিষয়ে আশ্বাস থাকলেও ঠিক কবে নাগাদ ভ্যাক্সিন পাওয়া সম্ভব হবে– তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রনালয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল তার অবসান হয়েছে। তারপরও জনগণের মনে প্রথম থেকেই ।
সকালে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় ভূমিমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক বন্ধুত্বের ধারাবাহিকতায় এ সংকটকালেও ভারত বাংলাদেশের পাশে থাকবে।
ভারতীয় হাই কমিশনারও বলছেন, বাংলাদেশের ভ্যাকসিন পেতে, ভারতের পক্ষ থেকে কোন বাধা নেই। তবে ভ্যাক্সিন প্রাপ্তির বিষয়টি নির্ভর করছে উৎপাদনের উপর।