ভয়ঙ্কর একটি শক্তি সরকারের পেছন থেকে প্রতিবাদী কন্ঠগুণোকে ভয়াবহ নির্যাতন করছে
- আপডেট সময় : ০১:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভয়ঙ্কর একটি শক্তি সরকারের পেছন থেকে প্রতিবাদী কন্ঠগুণোকে ভয়াবহ নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু সরকারের সমালোচনা করায় অসংখ্য মানুষকে আইন শৃঙ্খলাবাহিনীর দিয়ে আটক করছে বলেও দাবি করেন তিনি।আর, ডিজিটাল আইন বাতিলের দাবি জানিয়ে ভয় না পেয়ে সরকার পতন আন্দোলনে নেতাকর্মীদে ঝাপিয়ে পড়ার আহবান জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারাবন্দি দিবস উপলক্ষে শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিরোধী কন্ঠস্বর দমনে সরকারে গুম ও খুনের সমালোচনা করেন তিনি । জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি লড়াই করছে জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে সঙ্গে নিয়ে ভূলন্ঠিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার আহবান জানান মির্জা ফখরুল ।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নেন দলটির স্থানী কমিটির সদস্যরা মির্জ আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। জনগণের বাধ স্বাধীনতা হরণকারী ডিজিটাল আইন বাতিলের দাবি জানান তারা। আর সরকার ভীত হয়ে বিএনপি নেতাকর্মীর ওপর নির্যাতন চালাচ্ছে দাবি করেন তারা। এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে, সে লক্ষ্যে ভয় না পেয়ে নেতাকর্মীদেরকে সক্রিয় হওয়ার আহবান বিএনপি নেতারা।