ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২টি দোকান ও ৬টি বসত বাড়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২টি দোকান ও ৬টি বসত বাড়ী। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
শনিবার বিকেলে উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল ও দশমিনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস সুত্র জানায়, বিকেল ৫টার দিকে জাকির মিয়ার বসত ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের মুদি-মনোহারি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ফার্মেসী ও বীজের দোকানে ছড়িয়ে পড়ে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এবং ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।