ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকির মুখে বিশ্ব: ডব্লিউএফপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মহামারীর কারণে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রয়েছে বিশ্ব। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।ডব্লিউএফপি বলেছে, কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা দ্বিগুণ করতে পারে।
ডব্লিউএফপি বলছে, করোনা মহামারীর কারণে চলতি বছর নতুন করে ১৩ কোটি মানুষ তীব্র ক্ষুধার্তের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। বিশ্বের সাড়ে ১৩ কোটি মানুষ এখন এ তালিকায় আছে। সব মিলিয়ে এ বছরই বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা সাড়ে ২৬ কোটিতে পৌঁছাবে। সংস্থার প্রধান ডেভিড বিসলি, নিরাপত্তা পরিষদের ভিডিও কনফারেন্সে বলেন, বিপর্যয় এড়াতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, কয়েক মাসের মধ্যেই বাইবেলে বর্ণিত পরিস্থিতির মতো একাধিক দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বিশ্ব।