ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত
- আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। ৬ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। সড়ক-মহাসড়ক, বাড়ি-ঘর, স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে। বানভাসীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সিলেটের আকাশ-বাতাস।
চারদিকে শুধু পানি আর পানি। এসব এলাকায় কোনো স্থাপনা ছিলো এমন চিহ্ন নেই। উচু বাড়িঘর কিংবা গুরুত্বপূর্ন স্থাপনার কিছু চিহ্ন মাথা তুলে দাঁড়িয়ে থাকলেও বেশির ভাগ এলাকাই পানির নীচে।
সিলেটের ১৩ টি এবং সুনামগঞ্জের ১১ টি উপজেলার প্রায় ৯০ শাতাংশের বেশী মানুষ এখন পানির নীচে। আশ্রয় এবং খাবারের প্রতীক্ষায় দিন পার করছে বানভাসি মানুষ।
সিলেট শহরের পানি কিছুটা কমলেও এখনও ব্যাংকের এটিএম বুথ পানিতে নিমজ্জিত। বিদ্যুৎ না থাকায় সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতাল বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। বেশিরভাগ দোকান পাট রয়েছে বন্ধ।
বিদ্যুৎ এবং মোবাইল পরিষেবা বন্ধ থাকায় পানিবন্দী মানুষ যোগাযোগ করতে পারছে না আত্মিয় কিংবা উদ্ধারকারীদের সাথে। মহাসড়কের পাশের গ্রামে উদ্ধারকারী কিংবা সামান্য কিছু ত্রাণসামগ্রী পৌছালেও প্রত্যান্ত অঞ্চলে এখনো পৌছেনি ।
কিছু মানুষ টাকা খরচ করে আশ্রয় কেন্দ্রে আসতে পারলেও বাকিরা রয়ে গেছেন পানিবন্দি।
স্থানীয় প্রসাশনকে সহায়তায় উদ্ধার কাজে অংশ নিচ্ছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে উদ্ধার তৎপরতা অব্যহত থাকবে।