মওদুদ আহমদের লাশ সিঙ্গাপুর থেকে দেশে আসছে সন্ধ্যায়
- আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আসছে। তাঁর মৃত্যুতে সারা দেশে শোক পালন করছে বিএনপি। এছাড়া, মেয়র আবদুল কাদের মির্জার ঘোষণায় বসুরহাটে ৩ দিনের শোক পালন করছেন স্থানীয়রা।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে মওদুদ আহমদের মরদেহ। বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হবে গুলশানের একটি হাসপাতালের হিমঘরে। বিএনপির আজকের শোক কর্মসূচিতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে ও বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু’দফা জানাজা হবে। আগামীকাল শুক্রবার সকালে শেষ শ্রদ্ধার জন্য নেয়া হবে শহীদ মিনারে। ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি মওদুদ আহমদের কফিন হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সেখানে বাদ আসর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর আরেক দফা বসুরহাটেও জানাজা হবে। পরে নিজের বাড়ির আঙিনায় আরো একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও বাবার কবরের পাশে তার দাফনের কথা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৮১ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাটে ৩ দিনের শোক ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার রাতে ফেইসবুকে একটি স্ট্যাটাসে শোক ঘোষণা করে তিনি জানান, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার ও শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ী কালো পতাকা উত্তোলন করে মওদুদের প্রতি শ্রদ্ধা জানাবেন।