মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি
- আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি বলে জানালেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
পরে বিস্ফোরণ অধিদপ্তরের প্রধান পরিদর্শক সাংবাদিকদের জানান, হাইড্রোকার্বন গ্যাসের অস্তিত্বে মনে হচ্ছে গ্যাস জমেই বিস্ফোরণ হয়েছে। তবে এটি সাধারণ বিস্ফোরণ নয় বলেও জানান তিনি। আর আইজিপি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস জমেই এই বিস্ফোরণ। ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে এখনো মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন। দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এর মধ্যে আশংকা জনক তিনজনের ৯০ শতাংশ পুড়ে গেছে। গেলো রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় হঠাৎ করে বিকট শব্দে আশ পাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে সাতজন মারা গেছেন।