মঙ্গল গ্রহের ছবি প্রকাশ করেছে চীনের মহাকাশযান
- আপডেট সময় : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চীনের তিয়ানওয়েন-ওয়ানের মহাকাশযানের পাঠানো– মঙ্গল গ্রহের উচ্চ রেজল্যুশনের ছবি প্রকাশ করেছে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা। মহাকাশযানটি বর্তমানে মঙ্গলকে প্রদক্ষিণ করছে।
ছবিগুলোর মধ্যে রয়েছে দু’টি প্যানক্রোমাটিক ও একটি রঙ্গিন ছবি। মঙ্গলের পৃষ্ঠ থেকে ৩৩০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে প্রদক্ষিণ করছে তিয়ানওয়েন-১। ছবিগুলোতে মঙ্গলের ভূমির চিত্র পাওয়া গেছে। মঙ্গলের ছোট গর্ত, পর্বতমালার শীর্ষ ও বালিয়াড়ি স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। গত বছরের ২৩ জুলাই তিয়ানওয়েন-১ উৎক্ষেপণ করে চীন। মহাকাশযানটিতে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার রয়েছে। এ বছরের ২৪ ফেব্রুয়ারি এটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২১ কোটি ২০ লাখ কিলোমিটার দূরে রয়েছে। তিয়ানওয়েন-১ এর মূল লক্ষ্য হল্র- আগামী মে-জুনের দিকে মঙ্গলের মাটিতে রোভার অবতরণ করানো। সেখানে রোভারটি বৈজ্ঞানিক গবেষণা চালাবে।