মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টানা তিন দিন ধরে একইভাবে আকাশ মেঘে ঢেকে থাকার ঘটনা সাধারণত বর্ষাকাল ছাড়া ঘটে না। তারপর আবার সারা দিন ধরে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া তো আরও ব্যতিক্রমী ঘটনা।
আবহাওয়াবিদেরা বলছেন, আবহাওয়ার এই দশা আজ সোমবারও থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। তবে এই পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়নি।