মডেল তিন্নি হত্যা মামলার রায় পেছালো
- আপডেট সময় : ০১:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
১৯ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় একমাত্র আসামি বরিশাল-২ আসনের সাবেক এমপি গোলাম ফারুক অভির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য থাকলেও আজ রায় হচ্ছে না বলে জানা গেছে।
মামলায় তিন্নির বাবা ও চাচার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়ায় রায় ঘোষণা হয়নি। এর আগে, গত ২৬ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। ওই দিন বিচারক রায় ঘোষণা না করে আজ ১৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০২ সালের ১০ নভেম্বর রাতে খুন হন তিন্নি। এর আগে তিন্নিকে তার স্বামী পিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেন অভি। তিন্নিও তাকে তালাক দেন। পরে বিয়ের জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। একপর্যায়ে তিন্নি বিষয়টি মিডিয়ায় ফাঁস করে দেয়ার হুমকি দেন। ১০ নভেম্বর রাতে মাথায় আঘাত করে তিন্নিকে হত্যা করা হয়। পরে গুমের উদ্দেশ্যে ওই রাতে বুড়িগঙ্গা সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেয়া হয় মরদেহ। কিন্তু পানিতে নয়, মরদেহটি পড়ে পিলারের উঁচু অংশে। পরদিন সকালে কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মর্গে চারদিন রাখার পর ১৫ নভেম্বর অজ্ঞাত হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তিন্নিকে। অভিযুক্ত গোলাম ফারুখ অভি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।