মতলব উত্তর উপজেলায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধানক্ষেত থেকে সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার পূর্ব ষাটনল গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল ওই গ্রামের নুরুল হক পাঠানের ছেলে। সে স্থানীয় একটি দর্জি দোকানে কাজ করতো। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বত্তরা। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার মঈনুল হোসেন।
মৌলভীবাজারের রাজনগরে গাছের সাথে বাঁধা অবস্থায় আব্দুল মতিন খান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাজনগর সদর ইউনিয়নের পার্শ্বিপাড়ার মনু খানের বাড়ির পুকুর পাড়ে গাছের সাথে একটি মৃতদেহ বাঁধা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে, রাজনগর থানার পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।