মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদ পালন
- আপডেট সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায় ঈদ পালন করছেন অনেকে। সকালে ঈদের নামাজ আদায় করেন তারা।
ঈদ উদযাপন করছেন মৌলভীবাজারের শতাধিক মুসল্লি পরিবার। সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তাঁরা। চাঁদপুরের অর্ধশত গ্রামেও ঈদ উদযাপন চলছে।
দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ও ঈদ উদযাপন করছে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের সাড়ে ৪’শ, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রায় ১’শ এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা গ্রামের প্রায় ৫০টি পরিবার আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।
লক্ষ্মীপুরের ১১টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর, শৈরপুর, ঝিনাইদহ, দিনাজপুর, পাবনা, সাতক্ষীরা ও বরিশালের বিভিন্ন গ্রামেও ঈদের জামাত হয়।