মধ্যরাত থেকে পটুয়াখালীতে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে কাল থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
ইতোমধ্যে মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরার ট্রলার। বছর জুড়ে ইলিশের আকাল ও মৎস্য বিভাগের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে জেলেসহ ব্যবসায়ীরা। নিষেদ্ধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। এই সময় ৪৭ হাজার ৮০৫ জন নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।