মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ নদনদীতে ইলিশ ধরা শুরু
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ নদনদীতে ইলিশ ধরা শুরু। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে সাগরে ছুটছেন জেলেরা।
মৎস্য বিভাগ জানিয়েছে, আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১ হাজার ৮৯২টি মোবাইল কোর্ট কাজ করেছে। জব্দ হয় ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল।
ইলিশ নিধনে সরকারের নিষেধজ্ঞা বাস্তবায়নে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত জেলার মাদারীপুরের শিবচরের পদ্মা নদী ও সংলগ্ন চরগুলোতে প্রশাসনের ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানে কয়েকটি হাট বাজারের শতাধিক অস্থায়ী স্থাপনাও উচ্ছেদ করে। শিবচরেই প্রায় ২শ’ জেলেকে ১ বছর কারাদন্ড দেয়া হয়। জব্দ করা ৪শ’ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। ২ লাখ ৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।