মধ্যরাতে কড়া পাহারায় পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের জানাজা ও দাফন মধ্যরাতে কড়া পুলিশী পাহারায় সম্পন্ন হয়েছে। হত্যার ঘটনায় মামলা করেছেন শাওনের ভাই মিলন প্রধান।
মরদেহ হস্তান্তরের পর গতরাত সোয়া একটার দিকে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা মোতাহার হোসেন মরদেহ বুঝে নেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুলির পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর। গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ছোঁড়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এসময় গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী শাওনের মৃত্যু হয়।
এদিকে, নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যুতে দেশের বিভিন্ন জেলায় বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে বাদ জুমা কাজির দেউরির নাসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয় চত্তরে জানাজা হয়। এতে নগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বকরসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নেতারা বলেন, ক্ষমতা দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখাতেই সরকারের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে পুলিশ।
খুলনায় বাদ জুমা কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরীক হন।
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাযা হয়েছে নাটোরেও। দুপুরে নাটোরের তেবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদে জুমা’র নামাজ শেষে জানাযায় অংশ নেন মুসুল্লিরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আফতাব হোসেন আফতাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলসহ দলীয় নেতাকর্মীরা।
ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনতার আন্দোলনে বিনা কারণে গুলি করে মানুষ হত্যার জন্য দোষীদের বিচারের সম্মুখিন করা হবে। সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন।
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি শহরের আমতলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা বের করে। উপস্থিত ছিলেন, দলের যুগ্ম আহবায়ক তারিকুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবনে আলোচনা সভা হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যুতে গায়েবানা জানাযা হয়।
চাঁদপুরে শহরের চিসতিয়া জামে মসজিদের সামনে জুমার নামাজ শেষে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা হয়।