মনোবল ধরে রেখে সাহসিকতার সাথে করোনা মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনোবল ধরে রেখে সাহসিকতার সাথে করোনা মোকাবিলা করতে হবে। তিনি বলেন, অতীতের যে কোনো দুর্যোগের মতো করোনা মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তির অনুদান প্রদানকালে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা যুদ্ধে সামনের সারির পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়েছে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির অনুদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূখ্যসচিব ডক্টর আহমদ কায়কাউস অনুদানের এ চেক গ্রহণ করেন।
শিক্ষা, পরিবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাণিজ্য কৃষি ও শিল্প মন্ত্রণালয়, পিকেএসএফ, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ ৫৭ টি প্রতিষ্ঠানের আর্থিক অনুদান কোভিড ১৯ মোকাবেলায় ব্যয় হবে।
গোটা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এ যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান তিনি।
বিশ্বময় এ মহামারিতে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও ক্ষতি সামলে নিতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে এ দুর্যোগে ভীত হয়ে কিছু ক্ষেত্রে মানুষে মানুষে আচরণ অমানবিক হয়ে উঠছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
অতীতের যে কোন দূর্যোগের মত এবারও সাহস রাখলে কোভিড পরাজিত হবে বলে ঘুরে দাড়ানোর আশা জোগান তিনি।
করোনায় আত্মদানকারী সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।