ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে

- আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। বিএনপির অনেক নেতা নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
দেশের রাজনীতির বাস্তবতার সঙ্গে বিএনপি কোন সংযোগ নেই বলেও জানান তিনি। মধ্যবর্তী নির্বাচন তাদের মামা বাড়ির আব্দার বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিবের সাথে দেখা হয়নি বলেও দাবি করেন ওবায়দুল কাদের।