ময়মনসিংহ মেডিকেলে তৃতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।
বুধবার ইন্টার্ন চিকিৎসক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা: প্রতীক বিশ্বাস জানান, দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এই দাবিতে তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। আজকের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে..ঘটনা তদন্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।