ময়মনসিংহে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বৈধ-অবৈধ ‘ইটভাটা’
- আপডেট সময় : ১১:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অপরিকল্পিতভাবে যেখানে সেখানে আবাদি জমির ওপর গড়ে উঠেছে বৈধ-অবৈধ ‘ইটখোলা’ বা ‘ইটভাটা’। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন-নিয়ন্ত্রণ আইন থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয়নি। ভাটাগুলোর কার্যক্রম চলছে ছাড়পত্র ছাড়াই। পরিবেশ অধিদপ্তর বলছে, ভাটার মালিকদের আগ্রহী করা হচ্ছে ব্লক ইট তৈরীতে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনেই ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রামগঞ্জের অদূরেই আছে অসংখ্য ইটের ভাটা। এছাড়া ইট প্রস্তুতে ভাটাগুলোয় এলাকার কৃষকের জমির উপরিভাগের মাটি কিনে ব্যবহার করায় ফসলি জমির উর্বরতা কমছে। ব্যাহত হচ্ছে উৎপাদন। কয়লার পরিবর্তে কাঠ লাকড়ি ব্যবহার করায় উজাড় হচ্ছে বন। ভাটার ধোঁয়ার দূষণে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ফলফলাদি, গাছগাছালির মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পরিবেশ হারাচ্ছে বৈচিত্র্য ও বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
ইটভাটা গুলো নিয়ন্ত্রণে আইনের প্রয়োগের সাথে অবৈধ ইটভাটা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশ আন্দোলনের এই নেতার। অধৈধ ইটভাটাগুলোকে জরিমানার পাশাপাশি ভাটার মালিকদেরকে উন্নত প্রযুক্তিতে ব্লক ইট তৈরীতে সচেতন করা হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক। ময়মনসিংহে ইটভাটা রয়েছে ২৮৫ টিরও বেশি। এর মধ্যে ৫০ টির অনুমোদন থাকলেও বাকি ২৩৫ টি ইটভাটা চলছে অবৈধভাবে।