মর্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

- আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মর্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসেবে শুক্রবার প্রথমবারের মতো দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
দেশটির স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত তথ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৭৮৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৪৯ জনের। যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় ২৪ জুন দিনে সর্বোচ্চ ৪৫ হাজার ৫৫৭ শনাক্ত হয়েছিলেন। ২৭ জুন ৪৫ হাজার ৯৪২ এবং মঙ্গলবার ৪৬ হাজার ৫০০ বেশি শনাক্ত হন। বৃহস্পতিবার ৬৫ হাজার মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন যা ছিল ৬০ হাজার।আক্রান্ত ও মৃত্যু দুটিতেই বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৩ লাখের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়া।