মশা নিধনে নগরবাসীকে সচেতন হওয়ার আহবান মেয়র আতিকের
- আপডেট সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শুধু ১০ দিনের ক্র্যাশ প্রোগ্রামে রাজধানী ঢাকাবাসীকে মশার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য ওষুধ ছিটানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, যাদের অবহেলার কারণে রাজধানীতে মশার লার্ভা তৈরি হচ্ছে, তাদের কাউকে ছাড় দিচ্ছে না সিটি করপোরেশন। দুপুরে মহাখালীতে সেনাকল্যাণ সংস্থার এসকেএস শপিং মলের উদ্বোধন করে একথা বলেন মেয়র আতিক।
রোবাবার দুপুরে রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার এসকেএস শফিং মল এবং গুলশান কর্ণারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় সেনকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মানবতার কল্যাণে সব সময় কাজ করে সেনাকল্যাণ সংস্থা ।এ সময় সাংবাদিকদে এক প্রশ্নের উত্তর মেয়র আতিকুল ইসলাম বলেন, মশার উৎপাত থেকে নগরবাসীকে রক্ষায় শুধু ক্রাশ প্রোগ্রাম নয়, সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।
এসকেএস শপিং মল ও গুলশান কর্ণার উদ্বোধন উপলক্ষে ৭দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সেনা কল্যাণ সংস্থা।