মশা নিধনে সোমবার থেকে অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে: আতিকুল ইসলাম
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর মশা নিধনে সোমবার থেকে অঞ্চল ভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ১০টি অঞ্চলে ভাগ করে প্রত্যেকটি ওয়ার্ডকে চারশ’ বাই চারশ’ গজ ম্যাপিং করে চালানো হবে কার্যক্রম। এছাড়া ঢাকা উত্তর সিটিতে নতুন ২৪টি পার্ক ও খেলার মাঠ তৈরি করার পরিকল্পনার কথাও জানান মেয়র। সকালে, বনানীতে শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধনকালে একথা বলেন আতিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জায়ানের নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
জায়ান চৌধুরী। পরিচয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতী। ২০১৯ সালে শ্রীলংকায় জঙ্গীদের বোমা হামলায় নিহত হয় সে। ছোট্ট জায়ানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। নানা বাড়ির পাশে যে মাঠে জায়ান ক্রিকেট খেলতো সেটিকে তার নামে নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।শনিবার সকালে জায়ান চৌধুরী মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।
বিনোদনের অংশ হিসেবে আরও ২৪টি মাঠ তৈরির পরিকল্পনা কথা জানান আতিকুল ইসলাম। অবসর সময়ে সন্তানদের মাঠে পাঠানোর অনুরোধ জানান ডিএনসিসি মেয়র।এদিকে, মশার উপদ্রবে নাকাল নগরবাসী। যা থেকে বাঁচাতে দুই মেয়র দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। এবার ভিন্ন ধর্মী কৌশলের কথা জানালেন উত্তর সিটির মেয়র।
পরে যায়ান চৌধুরী মাঠের উদ্বোধনকে কেন্দ্র করে এক প্রীতি ম্যাচের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিপক্ষে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব। যেখানে আকর্ষন হয়ে ছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা।