মসজিদে দুর্ঘটনায় চিকিৎসাধীন ৯ জনের শারীরিক অবস্থার অবনতি
- আপডেট সময় : ০৫:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের দুর্ঘটনায় চিকিৎসাধীন সবারই শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। এ কারণে তাদের স্থানান্তর করা হয়েছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। চিকিৎসাধীন ৯ জনকেই এখন আইসিউতে নেয়া হলো। শেষ একজনকে চিকিৎসা দেয়া হচ্ছিল বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভে। তারও ঠাঁই হলো আইসিইউতে। সোমবার সন্ধ্যার পর থেকে এ ঘটনায় দগ্ধ আর কেউ মারা যায়নি।
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা জানান হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
এসময় তিনি জানান, চিকিৎসাধীন ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় ৯ জনই এখন আইসিইউতে
প্রিয়জনের সুস্থতার একটু ভালো খবর জানতে আজও হাসপাতালে অপেক্ষায় আছেন স্বজনরা।
দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হলেও, এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন। শারীরিক অবস্থা ভালো থাকায় সোমবার বিকেলে ছাড়পত্র পেয়েছেন একজন।