মসজিদে সব মুসল্লিকে মাস্ক পরা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ার শঙ্কার কথা জানিয়ে মসজিদে মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেশি উপস্থিতির বিশেষ দুই ওয়াক্ত নামাজে মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করার আহ্বান জানান। সকালে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালই সিদ্ধান্ত দেবে বলেও জানানো হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আলোচ্য বিষয় ছাড়াও বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা করেন করোনা নিয়ে। এ সময় তিনি বেশ কিছু পরামর্শ ও সতর্কতার কথা জানান ।
পরে এ বিষয়ে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। বলেন, আগামী শীতে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে সরকার। আর এ জন্য বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি আরো বলেন, এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়ে বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।