মসলার বাজারে উল্টো চিত্রে হতাশ ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঈদুল আজহার আগে প্রতিবছর গরম মসলার চাহিদা বেড়ে বাজার গরম হলেও এবার সেই বাজার আর গরম নেই। করোনা পরিস্থিতিতে পাইকারি থেকে খুচরা দোকান– কোথাও আর আগের মতো চাহিদা নেই ক্রেতাদের। আবার বাজারে গরম মশলার সরবরাহ ও মজুদ বর্তমানে প্রচুর। এ অবস্থায় ঈদ উপলক্ষে মসলার বাজারে উল্টো চিত্রে হতাশ ব্যবসায়ীরা।
ঈদুল আজহা উপলক্ষে চাহিদা বাড়লেও এবার গরম মশলার বাজার অনেকটাই ঠাণ্ডা। মসলার পর্যাপ্ত মজুদের পাশাপাশি চাহিদা কমায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা জানান, দেশে আট ধরনের গরম মসলা বেচাকেনা হয়। করোনার কারণে বিশ্ববাজারে চাহিদা কমে দাম পড়ে গেছে মসলার। তাই দাম বাড়ার কোনো আশংকা নেই। গরম মসলার মধ্যে এখন কেবল বেশি দামে বিক্রি হচ্ছে এলাচ। কেজি ৪ থেকে সাড়ে ৫ হাজার টাকা। স্থিতিশীল আদা, রসুন, পেয়াজসহ অন্যান্য মশলার দাম। ঈদের আগে-পরে শিগগিরই আর দাম বাড়ার আশংকা নেই বলে মনে করেন দোকানীরা।
গতবছরের তুলনায় এ বছর মসলার আমদানি প্রায় ১০ শতাংশ বাড়ায় গরম মসলার বাজার এখন আর গরম নেই বলে জানান ব্যবসায়ীরা। এদিকে, করোনার প্রভাবে প্রায় চার মাস ধরে বিয়েশাদী, মেজবান কিংবা বড় অনুষ্ঠান হচ্ছে না। রেস্তোরাঁ খুললেও আগের মতো চাহিদা নেই। এবারের ঈদুল আজহায় আগের চেয়ে কোরবানিও অনেক কম হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।