মস্কো: ‘আইএস’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩, আটক ১১
- আপডেট সময় : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭৪২ বার পড়া হয়েছে
মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করেছে একাধিক দেশ। শনিবার সকালের তথ্য অনুযায়ী, রাশিয়ার রাজধানীতে এই হামলার ৯৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ “ইসলামিক স্টেট” জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
মৃতের সংখ্যা বাড়ছে
শুক্রবার রাতে মস্কোর কাছে হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, রাশিয়ান কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি টেলিগ্রামে বলেছে, “৯৩ জন মারা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।”
শিশুকল্যাণ বিভাগের ন্যায়পালের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কোর এই হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
রাশিয়া বলেছে, সন্দেহভাজনদের মধ্যে চারজন মস্কোর উপকণ্ঠে কনসার্ট হলে হামলার সঙ্গে সরাসরি জড়িত।
মস্কোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরে কনসার্ট শুরুর কিছুক্ষণ আগে ছদ্মবেশধারী সন্ত্রাসীরা ক্রোকাস সিটি হলে প্রবেশ করে গুলি চালায়।
১১ জন সন্দেহভাজন আটক
রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিসের পরিচালক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে বলেছেন এই ঘটনায় ১১ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ক্রেমলিনের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, এর মধ্যে “এই হামলার সঙ্গে সরাসরি জড়িত চার সন্ত্রাসী রয়েছে। ”
এদিকে, আইন প্রণেতা আলেকজান্ডার খিনশটাইন টেলিগ্রামে বলেন, একটি গাড়িকে ধাওয়া করে ব্রায়ানস্ক অঞ্চলে প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।
রাশিয়ার দাবি, হামলাকারীরা ইউক্রেন সীমান্তের দিকে যাচ্ছিল
রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, মস্কোর কনসার্ট হল হামলার সন্দেহভাজন অপরাধীরা ইউক্রেন সীমান্তের দিকে যাচ্ছিল, ইন্টারফ্যাক্স জানিয়েছে।
এফএসবি বলেছে, অপরাধীদের ইউক্রেনে যোগসাজশ ছিল। তবে এই প্রেক্ষিতে আরও তথ্য বা প্রমাণ সরবরাহ করেনি।
সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে, শনিবার রুশ সংবাদমাধ্যম জানিয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে আরআইএ বার্তাসংস্থা এ কথা নিশ্চিত করেছে।
সোভিয়েত-আমলের রক ব্যান্ড পিকনিকের এই কনসার্টে পারফর্ম করার কথা ছিল। ব্যান্ডের সদস্যরা প্রত্যেকেই “জীবিত এবং নিরাপদ” বলেই জানা গিয়েছে।