মহাখালী সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে
- আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মহাখালী সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।সোমবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে যাঁদের ঘর পুড়ে গেছে, তাঁরা রাস্তায় এসে ভিড় করেছেন।
ভোররাত চারটার দিকে সংবাদ পেয়ে অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয় তেজগাওঁ, কুর্মিটোলা, বারিধারা, উত্তরা, পূর্বাচল, খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।অগ্নিকাণ্ডে বস্তির অনেক ঘর পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষ জানা যাবে। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন,উপস্থিত হয়ে নির্দেশনা প্রদান করেন এবং সংবাদকর্মীদের অগ্নিকান্ডের বিষয়ে ব্রিফিং করেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি, উপসহকারী পরিচালক আবুল বাশারকে সদস্য সচিব করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁ ফায়ার স্টেশন ও সংশ্লিষ্ট এলাকার দুজন ওয়ারহাউজ ইন্সপেক্টর। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানিয়েছেন অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।