মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ২০২৬ বার পড়া হয়েছে
একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জীবন উৎর্গকারী মুক্তিযোদ্ধাদের স্বপ্নের স্বাধীনতা আজও অর্জিত হয়নি। আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতার ৫ দশক পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি তৎপর রয়েছে। নূর মোহাম্মদ ভূইয়ার প্রতিবেদন।
মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে, সবার জন্য খুলে দেয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ।
স্মৃতি সৌধে ঢল নামে সব শ্রেনী পেশার মানুষের। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বড়দের হাত ধরে স্মৃতির মিনারে সামিল হন শিশুরাও।
জাতীয় পতাকার লাল সবুজের পোশাকে ভোরের আলোয় নতুন দ্যুতি ছড়ায় সাভার জাতীয় স্মৃতিসৌধ।
যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা সেই হারানো সঙ্গীদের শ্রদ্ধা জানিয়ে, নিজেদের অনুভূতির কথা বলেন বীর মুক্তিযোদ্ধারা।
শ্রদ্ধা জানাবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়েরউপাচার্য বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে সবাইকে কাজ করতে হবে।
আর রাজনীতিবিদরা নিজেদের মতো করে বনর্না করেন স্বাধীনতার অর্জণ এবং অপ্রাপ্তির কথা।
একাত্তরের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিদেশীরাও।
বড়দের হাত ধরে ছোটরাও আসেন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে।
একসময় সময় যত গড়ায় ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী।