মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ১৫ জন পরিযায়ী শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ১৫ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। ভোরে রেললাইনে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা।
পুলিশের ধারণা, লকডাউনের কারণে ট্রেন চলছে না ভেবে রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা। ওই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন পাঁচ শ্রমিক। তাদের একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর চারজন ট্রমায় ভুগছেন। তাদের কাউন্সেলিং করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, লকডাউনে দীর্ঘদিন আটকে থাকার পর ওই শ্রমিকরা রেল লাইন ধরে হেঁটে মধ্যপ্রদেশে তাদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই শ্রমিকরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় লাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন।