আজও মহাসড়ক অবরোধ শ্রমিকদের,তানহা মেডিকেলে ভাংচুরসহ পুলিশ বক্সে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ২০৪৭ বার পড়া হয়েছে
৮ম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলন করছে শ্রমিকেরা ।
ঢাকা-মহাসড় কের গাজীপুরের ভোগড়াবাইপাস থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দখলে রেখেছে পোশাক শ্রমিকরা । গতকাল দুই শ্রমিক নিহতের বিচার দাবীতে ফুসে উঠেছে পোশাক কারখানার শ্রমিকরা । সকাল থেকে মহাসড়কে তান্ডব চালাচ্ছে তারা ।সকালে সফিপুর বাজারে তানহা মেডিকেলে ব্যাপক ভাংচুর চালায় , পরে সফিপুর বাজারে পুলিশ বক্সে আগুন জ্বালিয়ে দেয় ।
এছাড়া মৌচাক পুলিশ ফাড়ি ও চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স ভাঙচুর করে । চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানার সামনের শো রুমে হামলা করে আগুন দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল ও সাউন্ড গ্রানেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয় ।