মহাসপ্তমীতে রাজধানীর পূজা মন্ডপগুলোতে চলছে নানান অনুষ্ঠানিকতা
- আপডেট সময় : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর পূজা মন্ডপগুলোতে চলছে নানান অনুষ্ঠানিকতা। এসময়ে দেবী দুর্গার কাছে ভক্তরা নৈবেদ্য তুলে ধরে প্রত্যাশার কথা জানান। এদিকে আয়োজকরা জানালেন, করোনাকালে গত বছরের তুলনায় এবারের পূজায় উপস্থিতি বাড়লেও মানা হচ্ছে না বিধি-নিষেধ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে সবাই সবার উৎসব পালন করবে, কিন্তু কেউ বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।
শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমীর দিনে ঢাকা মহানগরীর পূজামণ্ডপগুলোতে চলে সনাতন ধর্মাবলম্বীদের নানা আয়োজন।
দুর্গোৎসবের ২য় দিনে ঢাকেশ্বরী মণ্ডপে উপস্থিতি বাড়ে শিশু-কিশোর তরুণ-তরুণীসহ নানা বয়সী ভক্তকুলের।
এদিনের আনুষ্ঠানিকতায় নবপত্রিকা প্রবেশ ও ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, পুষ্পমাল্য, চন্দন, প্রসাদ বিতরণ এবং ধূপ ও দীপ জ্বালিয়ে পূজা করেন ভক্তরা।
দেবী দুর্গার কাছে ভক্তরা তুলে ধরেন মনের নানা প্রত্যাশার কথা।
করোনাকালে পূজা উদযাপনে ১৮টি নির্দেশনা মানা না হলেও নিরাপত্তা নিয়ে আয়োজকরা জানান স্বস্তির কথা।
বেলা সাড়ে ১১টার দিকে স্বামীবাগ মন্দিরে পূজা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুধু পুজা নয়- দেশে সব উৎসবের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রী।