মা ইলিশের বাধাহীন প্রজনন নিশ্চিতে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার সব ট্রলার
- আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মা ইলিশের বাধাহীন প্রজনন ও সব মাছের উৎপাদন নিশ্চিতে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার সব ট্রলার। মাছ ধরা নিষেধাজ্ঞার এ সময়ে প্রনোদনা বাড়ানোর দাবি করেছে জেলেরা। পাশাপাশি গভীর সমুদ্রে প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে উপকূলবাসী ও ব্যবসায়ীরা।
আশ্বিনের পূর্নিমা শেষে গভীর সাগর থেকে উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় এসে ডিম ছাঁড়ে মা ইলিশ। প্রজননের সময়কে বাঁধাহীন করতে ১৩ অক্টোবর রাত ১২টা থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদী ও সমুদ্র থেকে সব ধরনের মাছ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।কর্মহীন জেলেদের প্রতিজনকে ২০ কেজি করে চাল প্রনোদনা হিসেবে দেয়া হবে। তবে, এর পরিমান বাড়ানোর দাবি জানিয়েছে, জেলে ও স্থানীয় ব্যবসায়ীরা।
মাছ ধরা বন্ধ করতে প্রচারনাসহ জেলে-ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হচ্ছে। নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
জেলায় নিবন্ধিত ৬৭,৮৪৮জন জেলের মধ্যে প্রায় ৫৮হাজার ইলিশ শিকারি পাচ্ছে সরকারি প্রণোদনা।