মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গাজীপুরে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে।
নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দেশিপাড়ায় সড়কের পাশে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মায়ের বয়স আনুমানিক ২৫ এবং মেয়ের বয়স ৫ বছর।